জীবন বিজ্ঞান M.C.Q পর্ব - ০১ | Life Science MCQ in Bengali Part - 01
চাকরির খবর,
আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জীবন বিজ্ঞান M.C.Q প্রশ্নোত্তর পর্ব - ০১। যেটিতে গুরুত্বপূর্ণ 30 টি জীবন বিজ্ঞান M.C.Q প্রশ্ন ও উত্তর এবং ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।
জীবন বিজ্ঞান : Life Science
1. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি ?
[ক] নিউরোন
[খ] ঝিল্লি
[গ] কোরক
[ঘ] নেফ্রন
উত্তর :- [ক] (নিউরোন)
ব্যাখ্যা: নিউরোন বা স্নায়ুকোষ হলো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। এটি স্নায়ু উদ্দীপনা বা সংকেত পরিবহনে সাহায্য করে।
2. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত ?
[ক] 12 জোড়া
[খ] 12 টি
[গ] 31 টি
[ঘ] 31 জোড়া
উত্তর :- [ঘ] (31 জোড়া)
ব্যাখ্যা: মানুষের মেরুদণ্ড বা সুষুম্নাকাণ্ড থেকে ৩১ জোড়া সুষুম্না স্নায়ু নির্গত হয়। এর মধ্যে ৮ জোড়া সারভাইকাল, ১২ জোড়া থোরাসিক, ৫ জোড়া লাম্বার, ৫ জোড়া স্যাক্রাল এবং ১ জোড়া ককসিজিয়াল স্নায়ু।
3. মানুষের স্নায়ুতন্ত্রের কয়টি ভাগ ?
[ক] 3 টি
[খ] 4 টি
[গ] 6 টি
[ঘ] 2 টি
উত্তর :- [ক] (3 টি)
ব্যাখ্যা: মানুষের স্নায়ুতন্ত্র প্রধানত তিনটি ভাগে বিভক্ত: (১) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, (২) প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং (৩) স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র।
4. মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত ?
[ক] 10 জোড়া
[খ] 13 জোড়া
[গ] 12 জোড়া
[ঘ] 12 টি
উত্তর :- [গ] (12 জোড়া)
ব্যাখ্যা: মানুষের মস্তিষ্ক থেকে নির্গত স্নায়ুকে করোটিক স্নায়ু বলে। এদের সংখ্যা ১২ জোড়া। যেমন- অপটিক নার্ভ, অলফ্যাক্টরি নার্ভ ইত্যাদি।
5. মস্তিষ্কের আবরণীকে কি বলে ?
[ক] কোরক
[খ] মেনিনজেস
[গ] মেনিনজাইটিস
[ঘ] ঝিল্লী
উত্তর :- [খ] (মেনিনজেস)
ব্যাখ্যা: মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড যে ত্রি-স্তরী ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে মেনিনজেস বলে। এটি মস্তিষ্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করে।
6. মানুষের মস্তিষ্কে কয়টি পর্দা থাকে ?
[ক] 6 টি
[খ] 2 টি
[গ] 4 টি
[ঘ] 3 টি
উত্তর :- [ঘ] (3 টি)
ব্যাখ্যা: মেনিনজেস তিনটি স্তর বা পর্দা নিয়ে গঠিত: সবার বাইরের স্তর 'ডুরাম্যাটার', মাঝের স্তর 'অ্যারাকনয়েড ম্যাটার' এবং ভিতরের স্তর 'পিয়াম্যাটার'।
7. মানুষের মস্তিষ্কের ওজন কত ?
[ক] প্রায় 1.36kg
[খ] প্রায় 2kg
[গ] প্রায় 3kg
[ঘ] প্রায় 2.3kg
উত্তর :- [ক] (প্রায় 1.36kg)
ব্যাখ্যা: একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় ১.৩৬ কেজি বা ৩ পাউন্ডের কাছাকাছি। এটি দেহের মোট ওজনের প্রায় ২%।
8. মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি ?
[ক] সেরিবেলাম
[খ] ভেন্ট্রিকল
[গ] সেরিব্রাম
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [গ] (সেরিব্রাম)
ব্যাখ্যা: সেরিব্রাম বা গুরুমস্তিষ্ক হলো মানব মস্তিষ্কের সবচেয়ে বড় এবং উন্নত অংশ। এটি মস্তিষ্কের মোট ওজনের প্রায় ৮০% স্থান দখল করে থাকে।
9. পশ্চাৎ মস্তিষ্কের অংশকে কি বলে ?
[ক] থ্যালামাস
[খ] সেরিব্রাম
[গ] সেরিবেলাম
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [গ] (সেরিবেলাম)
ব্যাখ্যা: সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক হলো পশ্চাৎ মস্তিষ্কের একটি প্রধান অংশ। এটি দেহের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
10. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক ?
[ক] লঘু মস্তিষ্ক
[খ] মেনিনজেস
[গ] গুরু মস্তিষ্ক
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [ক] (লঘু মস্তিষ্ক)
ব্যাখ্যা: লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম ঐচ্ছিক পেশির টান ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। হাঁটাচলা বা দৌড়ানোর সময় এটি দেহকে পড়ে যাওয়া থেকে রক্ষা করে।
11. বুদ্ধি, চিন্তা, স্মৃতি নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক ?
[ক] ভেন্ট্রিকল
[খ] লঘু মস্তিষ্ক
[গ] গুরু মস্তিষ্ক
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [গ] (গুরু মস্তিষ্ক)
ব্যাখ্যা: গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম মানুষের উচ্চতর মানসিক ক্রিয়াকলাপ যেমন- বুদ্ধি, চিন্তা, স্মৃতি, বিচার-বিবেচনা ইত্যাদি নিয়ন্ত্রণ করে।
12. হাসি-কান্না ভয় ক্রোধ উত্তেজনা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে -
[ক] হাইপোথ্যালামস
[খ] লঘু মস্তিষ্ক
[গ] থ্যালামাস
[ঘ] গুরু মস্তিষ্ক
উত্তর :- [ক] (হাইপোথ্যালামস)
ব্যাখ্যা: হাইপোথ্যালামাস মস্তিষ্কের একটি অংশ যা আমাদের আবেগ, অনুভূতি (যেমন- ভয়, রাগ, ভালোবাসা), ক্ষুধা, তৃষ্ণা এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
13. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত ?
[ক] সুষুম্নাকাগু
[খ] মস্তিষ্ক ও সুষুম্নাকাগু
[গ] মস্তিষ্ক
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [খ] (মস্তিষ্ক ও সুষুম্নাকাগু)
ব্যাখ্যা: মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (Central Nervous System) প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত: মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড (Spinal Cord)।
14. অ্যারাকনয়েড ম্যাটার ও পিয়া ম্যাটারের মাঝখানে এক ধরনের তরল পদার্থ থাকে তাকে কি বলে ?
[ক] সেরিব্রোস্পাইনাল ফ্লুইড
[খ] হাইপোথেলামস
[গ] ডুরা ম্যাটার
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [ক] (সেরিব্রোস্পাইনাল ফ্লুইড)
ব্যাখ্যা: মেনিনজেসের সাব-অ্যারাকনয়েড স্পেস এবং মস্তিষ্কের গহ্বরে যে স্বচ্ছ তরল থাকে তাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) বলে। এটি মস্তিষ্ককে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে।
15. চোখের রেটিনার যে অংশে অপটিক স্নায়ু যুক্ত থাকে তাকে কি বলে ?
[ক] ফোরামেন ম্যাগনাম
[খ] ভেন্ট্রিকল
[গ] ব্লাইন্ড স্পট
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [গ] (ব্লাইন্ড স্পট)
ব্যাখ্যা: চোখের রেটিনার যে সংযোগস্থলে অপটিক স্নায়ু যুক্ত থাকে, সেখানে কোনো আলোকগ্রাহী কোশ থাকে না, তাই সেখানে প্রতিবিম্ব গঠিত হয় না। একে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু বলে।
16. সুষুম্নাকাণ্ডের করোটির যে ছিদ্র দিয়ে সুষুম্নাকাগু নির্গত হয় তার নাম কি ?
[ক] ডুরাম্যাটার
[খ] রামেন ম্যাগনা
[গ] ফোরামেন ম্যাগনাম
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [গ] (ফোরামেন ম্যাগনাম)
ব্যাখ্যা: করোটির পশ্চাদভাগে অবস্থিত 'ফোরামেন ম্যাগনাম' বা মহাবিবর নামক ছিদ্রপথ দিয়ে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের সাথে যুক্ত হয়।
17. দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক ?
[ক] মধ্য মস্তিষ্ক
[খ] পশ্চাৎ মস্তিষ্ক
[গ] অগ্র মস্তিষ্ক
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [ক] (মধ্য মস্তিষ্ক)
ব্যাখ্যা: মধ্য মস্তিষ্ক দর্শন এবং শ্রবণ সংক্রান্ত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটি অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করে।
18. মেনিনজেস পর্দার রোগকে কি বলে ?
[ক] জাপানিজ এনকেফালাইটিস
[খ] ডিসলেক্সিয়া
[গ] মেনিনজাইটিস
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [গ] (মেনিনজাইটিস)
ব্যাখ্যা: ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণে মেনিনজেস পর্দায় যে প্রদাহের সৃষ্টি হয়, তাকে মেনিনজাইটিস বলে। এতে তীব্র মাথাব্যথা ও জ্বর হয়।
19. মানব দেহের দীর্ঘতম কোশ কি ?
[ক] পেশি কোষ
[খ] ভাজক কলা
[গ] নিউরন
[ঘ] সংযোজক কোষ
উত্তর :- [গ] (নিউরন)
ব্যাখ্যা: মানবদেহের দীর্ঘতম কোশ হলো স্নায়ুকোষ বা নিউরন। কিছু নিউরন লম্বায় প্রায় ১ মিটার পর্যন্ত হতে পারে।
20. দুটি নিউরনের সংযোগস্থল বা মিলনস্থলকে কি বলে ?
[ক] নিউরোহিউমোর
[খ] সাইন্যাপর্স
[গ] সাইনাস
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [খ] (সাইন্যাপর্স)
ব্যাখ্যা: দুটি নিউরনের সংযোগস্থল, যেখানে একটি নিউরনের অ্যাক্সন শেষ হয় এবং অন্যটির ডেনড্রাইট শুরু হয়, তাকে সাইন্যাপস বা স্নায়ুসন্নিধি বলে।
21. সাইন্যাপস এর মধ্যে যে তরল থাকে তাকে কি বলে ?
[ক] সাইন্যাপর্স
[খ] সাইন্যাস
[গ] নিউরোহিউমোর
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [গ] (নিউরোহিউমোর)
ব্যাখ্যা: সাইন্যাপসের ফাঁকা স্থানে এক ধরণের রাসায়নিক তরল থাকে যা উদ্দীপনা পরিবহনে সাহায্য করে, একে নিউরোহিউমোর বা নিউরোট্রান্সমিটার বলে।
22. প্রতিবর্ত ক্রিয়ার শ্রেণীবিভাগ কে করেন ?
[ক] রবার্ট হুক
[খ] প্যাভলক
[গ] সিম্পসন
[ঘ] উইলিয়াম হার্ভে
উত্তর :- [খ] (প্যাভলক)
ব্যাখ্যা: রাশিয়ান বিজ্ঞানী ইভান প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়ার ওপর বিখ্যাত গবেষণা করেন এবং একে জন্মগত ও অর্জিত এই দুই ভাগে ভাগ করেন।
23. 12 মে সারা বিশ্বে কোন প্রসিদ্ধ মহিলার জন্মদিবসে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় ?
[ক] কালরা বার্টন
[খ] মেরী সিকোল
[গ] ফ্লোরেন্স নাইটিঙ্গেল
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [গ] (ফ্লোরেন্স নাইটিঙ্গেল)
ব্যাখ্যা: আধুনিক নার্সিং সেবার জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ১২ মে-কে সারা বিশ্বে 'আন্তর্জাতিক নার্স দিবস' হিসেবে পালন করা হয়।
24. ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) কে হয়েছেন ?
[ক] রাজীব কুমার
[খ] সুশীল চন্দ্রা
[গ] উমেশ সিনহা
[ঘ] রামদাস জামরে
উত্তর :- [ক] (রাজীব কুমার)
ব্যাখ্যা: ২০২২ সালের মে মাসে রাজীব কুমার ভারতের ২৫তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
25. ইলেকট্রনিক্স ও সূচনা মন্ত্রালয়ের নতুন সচিব কে হয়েছেন ?
[ক] রামবাবু দিনকর
[খ] অজয় প্রকাশ সাহনী
[গ] অলকেশ কুমার শর্মা
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [গ] (অলকেশ কুমার শর্মা)
ব্যাখ্যা: ২০২২ সালে অলকেশ কুমার শর্মা ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত হন।
26. বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য যীশুর প্রতিমাক্রাইস্ট দ্য প্রটেক্টর কোন দেশে তৈরি হয়েছে ?
[ক] ব্রাজিল
[খ] ভারত
[গ] ইন্দোনেশিয়া
[ঘ] ভিয়েতনাম
উত্তর :- [ক] (ব্রাজিল)
ব্যাখ্যা: ব্রাজিলের এনকান্তাডো শহরে যিশুর এই বিশাল মূর্তিটি নির্মাণ করা হয়েছে, যা বিখ্যাত 'ক্রাইস্ট দ্য রিডিমার'-এর চেয়েও উঁচু।
27. নরেন্দ্র মোদী কোন রাজ্যে হনুমানজির 108 ফুট প্রতিমা উদ্বোধন 2022 এর এপ্রিলে করলেন ?
[ক] গুজরাট
[খ] দিল্লি
[গ] রাজস্থান
[ঘ] উত্তরপ্রদেশ
উত্তর :- [ক] (গুজরাট)
ব্যাখ্যা: হনুমান জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মরবিতে হনুমানজির ১০৮ ফুট উঁচু মূর্তির উদ্বোধন করেন।
28. ফার্দিনান্দ মার্কোস জুনিয়র কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন ?
[ক] চেন্নাই
[খ] মঙ্গোলিয়া
[গ] ফিলিপাইন
[ঘ] কোনোটিই নয়
উত্তর :- [গ] (ফিলিপাইন)
ব্যাখ্যা: ২০২২ সালের নির্বাচনে জয়ী হয়ে ফার্দিনান্দ 'বংবং' মার্কোস জুনিয়র ফিলিপাইনের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
29. দ্বিতীয় আন্তর্জাতিক কোভিড ভার্চুয়াল শিখর সম্মেলন 2022 এর অধ্যক্ষতা কে করেছেন ?
[ক] ভ্লাদিমির পুতিন
[খ] সি জিনপিং
[গ] নরেন্দ্র মোদী
[ঘ] জো বাইডেন
উত্তর :- [ঘ] (জো বাইডেন)
ব্যাখ্যা: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন দ্বিতীয় গ্লোবাল কোভিড সামিটের আয়োজন ও সভাপতিত্ব করেন।
30. কলম(Kalam) নামক ওয়েবসাইট কে লঞ্চ করেছে ?
[ক] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
[খ] লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা
[গ] গৃহমন্ত্রী অমিত শাহ
[ঘ] কোনটাই নয়
উত্তর :- [খ] (লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা)
ব্যাখ্যা: স্থানীয় সাহিত্য ও লেখকদের উৎসাহিত করতে লোকসভার স্পিকার ওম বিড়লা 'প্রভা খৈতান ফাউন্ডেশন'-এর উদ্যোগে 'কলম' ওয়েবসাইটটি চালু করেন।
আরো পড়ুন:
২৮শে ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Tags

Social Plugin