Type Here to Get Search Results !

29th December 2025 Current Affairs In Bengali | ২৯শে ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

29th December 2025 Current Affairs In Bengali | ২৯শে ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
29th December 2025 Bengali Current Affairs


ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স –
 ২৯শে ডিসেম্বর ২০২৫

বিষয়: সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ)


১. কোন দেশ প্রথম জাতিসংঘের সদস্য হিসেবে 'সোমালিল্যান্ড' (Somaliland)-কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ?

(ক) আমেরিকা

(খ) ইজরায়েল

(গ) ফ্রান্স

(ঘ) ব্রিটেন


২. গ্লোবাল চেস লিগ (Global Chess League) ২০২৫-এর ফাইনালে ত্রিবেনী কন্টিনেন্টাল কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ?

(ক) পিবিজি আলাস্কান নাইটস

(খ) গঙ্গা গ্র্যান্ডমাস্টার্স

(গ) আলপাইন এসজি পাইপার্স

(ঘ) মুম্বাই মাস্টার্স


৩. ছত্তিশগড়ে আয়োজিত হতে চলা প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'-এর অফিশিয়াল মাস্কটের নাম কী রাখা হয়েছে ?

(ক) বীরসা

(খ) মোরবীর (Morveer)

(গ) ট্রাইবাল টাইগার

(ঘ) জঙ্গল কিং


৪. সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় দুই দিনব্যাপী 'অ্যান্টি-টেররিজম কনফারেন্স-২০২৫'-এর উদ্বোধন করেছেন ?

(ক) মুম্বাই

(খ) হায়দ্রাবাদ

(গ) নতুন দিল্লি

(ঘ) শ্রীনগর


৫. ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (NTCA) সম্প্রতি কোন রাজ্যকে ৩৩ বছর পর পুনরায় 'টাইগার স্টেট'-এর মর্যাদা দিয়েছে ?

(ক) গুজরাট

(খ) রাজস্থান

(গ) ওড়িশা

(ঘ) বিহার


৬. মহাকাশে আবর্জনার (Space Debris) আঘাতে সম্প্রতি চীনের কোন মহাকাশযানের ক্ষতি হয়েছে বলে জানা গেছে ?

(ক) শেনঝৌ-১৯ (Shenzhou-19)

(খ) শেনঝৌ-২০ (Shenzhou-20)

(গ) তিয়ানগং-৩

(ঘ) লং মার্চ ৫


৭. বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেলটি সম্প্রতি চীনের কোন প্রদেশে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ?

(ক) তিব্বত

(খ) সিচুয়ান

(গ) জিনজিয়াং (Xinjiang)

(ঘ) ইউনান


৮. রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন ?

(ক) সুখমল চাঁদ জৈন

(খ) সতীশ কুমার

(গ) সেলিম আহমেদ

(ঘ) প্রদীপ গৌর


৯. বিখ্যাত 'মন্ডলা পূজা' (Mandala Pooja) উপলক্ষে সম্প্রতি কোন মন্দিরে ভক্তদের বিপুল সমাগম দেখা গেছে ?

(ক) তিরুপতি বালাজি মন্দির

(খ) শবরীমালা মন্দির (কেরল)

(গ) মীনাক্ষী মন্দির

(ঘ) পুরী জগন্নাথ মন্দির


১০. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি চেক ক্লিয়ারেন্স সংক্রান্ত কোন নতুন নিয়ম চালু করার সময়সীমা পিছিয়ে দিয়েছে ?

(ক) পজিটিভ পে সিস্টেম

(খ) ই-চেক প্রসেসিং

(গ) ৩-ঘণ্টার চেক ক্লিয়ারেন্স সাইকেল

(ঘ) উপরের কোনোটিই নয়


উত্তরমালা (Answer Key)


১. (খ) ইজরায়েল

ব্যাখ্যা:- আফ্রিকা মহাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল সোমালিল্যান্ডকে ইজরায়েল সরকারিভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় ঘটনা।


​২. (গ) আলপাইন এসজি পাইপার্স

ব্যাখ্যা:- ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন ত্রিবেনী কন্টিনেন্টাল কিংসকে হারিয়ে আলপাইন এসজি পাইপার্স ২০২৫ সালের শিরোপা জিতেছে।


৩. (খ) মোরবীর (Morveer)

ব্যাখ্যা:- ছত্তিশগড়ে আদিবাসী সংস্কৃতি ও ক্রীড়াকে তুলে ধরতে এই গেমসের আয়োজন করা হয়েছে, যার মাস্কট 'মোরবীর' (একটি ময়ূর যোদ্ধা) শক্তি ও ঐতিহ্যের প্রতীক।


৪. (গ) নতুন দিল্লি

ব্যাখ্যা:- সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষা জোরদার করার লক্ষ্যে নতুন দিল্লিতে এই উচ্চ-পর্যায়ের সম্মেলনের আয়োজন করা হয়েছে।


৫. (ক) গুজরাট

ব্যাখ্যা:- বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (NTCA) গুজরাটকে দীর্ঘ ৩৩ বছর পর আবার 'টাইগার স্টেট'-এর তকমা দিয়েছে।


৬. (খ) শেনঝৌ-২০ (Shenzhou-20)

ব্যাখ্যা:- মহাকাশে ভাসমান আবর্জনা বা স্পেস ডেব্রি-র একটি টুকরো চীনের শেনঝৌ-২০ মহাকাশযানের সোলার প্যানেলে আঘাত করায় সেটির আংশিক ক্ষতি হয়েছে।


৭. (গ) জিনজিয়াং (Xinjiang)

ব্যাখ্যা:- চীনের জিনজিয়াং প্রদেশে নবনির্মিত তিয়ানশান বিজয় টানেলটি বর্তমানে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।


৮. (গ) সেলিম আহমেদ

ব্যাখ্যা:- রেলওয়ের পরিকাঠামো উন্নয়ন সংস্থা RVNL-এর নতুন প্রধান হিসেবে সেলিম আহমেদ দায়িত্বভার গ্রহণ করেছেন।


​৯. (খ) শবরীমালা মন্দির (কেরল)

ব্যাখ্যা:- ৪১ দিনব্যাপী চলা ব্রত পালনের পর বার্ষিক মন্ডলা পূজা উপলক্ষে কেরলের বিখ্যাত আয়াপ্পা মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে।


১০. (গ) ৩-ঘণ্টার চেক ক্লিয়ারেন্স সাইকেল

ব্যাখ্যা:- ব্যাঙ্কগুলির প্রযুক্তিগত প্রস্তুতির অভাবের কারণে আরবিআই চেক জমা দেওয়ার ৩ ঘণ্টার মধ্যে টাকা ক্লিয়ার করার নতুন নিয়মটি সাময়িকভাবে স্থগিত রেখেছে।


x

Show ad in Posts/Pages