![]() |
| 28th December 2025 Bengali Current Affairs |
ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – ২৮শে ডিসেম্বর ২০২৫
বিষয়: সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ)
১. ২০২৬-২০২৯ মেয়াদের জন্য 'BWF অ্যাথলেটস কমিশন'-এর চেয়ারপার্সন হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে ?
(ক) সাইনা নেহওয়াল
(খ) পিভি সিন্ধু
(গ) লক্ষ্য সেন
(ঘ) চিরাগ শেঠি
২. আসন্ন অনূর্ধ্ব-১৯ (U-19) পুরুষ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) উদয় সাহারান
(খ) যশ ধুল
(গ) আয়ুষ ম্হাতরে
(ঘ) বৈভব সূর্যবংশী
৩. ওড়িশা রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব (Chief Secretary) হিসেবে কে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন ?
(ক) স্মৃতি ইরানি
(খ) বিনী মহাজন
(গ) অনু গর্গ
(ঘ) সুজাতা সাউনিক
৪. সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে ক্রিকেটে কৃতিত্বের জন্য 'প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার' প্রদান করেছেন ?
(ক) বৈভব সূর্যবংশী
(খ) ঈশান কিষাণ
(গ) শুভমান গিল
(ঘ) সরফরাজ খান
৫. ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ১.৫ টেসলা এমআরআই (MRI) স্ক্যানারটি কোন স্টার্টআপ তৈরি করেছে ?
(ক) হেলথ কেয়ার ইন্ডিয়া
(খ) ভক্সেলগ্রিডস (VoxelGrids)
(গ) মেডস্ক্যান
(ঘ) ইন্ডিয়া ইমেজিং
৬. বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য সিসিপিএ (CCPA) সম্প্রতি কোন আইএএস কোচিং ইনস্টিটিউটকে ১১ লক্ষ টাকা জরিমানা করেছে ?
(ক) বাইজুস (Byju's)
(খ) দৃষ্টি আইএএস (Drishti IAS)
(গ) ভিশন আইএএস (Vision IAS)
(ঘ) চাণক্য আইএএস
৭. কে সম্প্রতি বিশ্বের বৃহত্তম 'স্যান্টা ক্লজ' বালু ভাস্কর্য তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন ?
(ক) রাম ভি. সুতার
(খ) সুদর্শন পট্টনায়েক
(গ) মানস কুমার সাহু
(ঘ) সুবোধ কেরকার
৮. বম্বে হাইকোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী পদ্ম পুরস্কার বা ভারতরত্ন নামের সাথে কীভাবে ব্যবহার করা নিষিদ্ধ ?
(ক) সোশ্যাল মিডিয়া বায়ো হিসেবে
(খ) উপসর্গ বা উপাধি (Prefix/Title) হিসেবে
(গ) সিভি বা রেজুমে-তে
(ঘ) বইয়ের লেখক পরিচিতিতে
৯. সম্প্রতি ৭২ বছর বয়সে প্রয়াত কে শেখর (K Shekhar) চলচ্চিত্র জগতের কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন ?
(ক) সঙ্গীত পরিচালনা
(খ) আর্ট ডিরেক্টর (শিল্প নির্দেশনা)
(গ) চিত্রগ্রহণ (Cinematography)
(ঘ) নৃত্য পরিচালনা
১০. সিকিমে সম্প্রতি আবিষ্কৃত নতুন প্রজাতির পোকাটির (Collembola species) নাম কী রাখা হয়েছে ?
(ক) সিকিম মথ
(খ) নিলাস সিকিমেনসিস
(গ) হিমালয়ান বিটেল
(ঘ) এপিস সিকিমিস
উত্তরমালা (Answer Key)
১. (খ) পিভি সিন্ধু
২. (গ) আয়ুষ ম্হাতরে
৩. (গ) অনু গর্গ
৪. (ক) বৈভব সূর্যবংশী
৫. (খ) ভক্সেলগ্রিডস (VoxelGrids)
৬. (গ) ভিশন আইএএস (Vision IAS)
৭. (খ) সুদর্শন পট্টনায়েক
৮. (খ) উপসর্গ বা উপাধি (Prefix/Title) হিসেবে
৯. (খ) আর্ট ডিরেক্টর (শিল্প নির্দেশনা)
১০. (খ) নিলাস সিকিমেনসিস

Social Plugin