Type Here to Get Search Results !

General Knowledge MCQ Part-1 | বিগত বছরের আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন

General Knowledge MCQ Part-1
General Knowledge MCQ Part-1



চাকরির খবর
আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব - ০১। যেটিতে গুরুত্বপূর্ণ 30 টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে ব্যাখ্যা সহ। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

জেনারেল নলেজ M.C.Q


1. ভারতের ও শ্রীলংকার মাঝখানে যে উপসাগর তার নাম কি ?
A. মান্নার উপসাগর
B. ক্যাম্বে উপসাগর
C. কলম্বো উপসাগর
D. বঙ্গোপসাগর
উত্তর :- A (মান্নার উপসাগর)
ব্যাখ্যা: মান্নার উপসাগর ভারত মহাসাগরের লাক্ষাদ্বীপ সাগরের একটি অংশ। এটি ভারতের তামিলনাড়ু উপকূল এবং শ্রীলঙ্কার পশ্চিম উপকূলের মধ্যে অবস্থিত একটি অগভীর জলভাগ।
2. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?
A. সিন্ধু গঙ্গেয় সমভূমি
B. শিবালিক পর্বত
C. আরাবল্লী পর্বত
D. হিমালয় পর্বত
উত্তর :- C (আরাবল্লী পর্বত)
ব্যাখ্যা: আরাবল্লী পর্বতমালা ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত এবং পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বতমালা। এটি প্রাক-ক্যামব্রিয়ান যুগে গঠিত হয়েছিল।
3. ভারতের মৃত আগ্নেয়গিরি কোনটি ?
A. বিন্ধ্য পর্বত
B. নীলগিরি দ্বীপ
C. মিনিকয় দ্বীপ
D. ব্যারেন দ্বীপ
উত্তর :- D (ব্যারেন দ্বীপ)
ব্যাখ্যা: ব্যারেন দ্বীপ দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি। যদিও অপশন অনুযায়ী এটিই সঠিক উত্তর, তবে ভারতের নারকোন্ডাম দ্বীপটি হলো একটি সুপ্ত বা মৃত আগ্নেয়গিরি।
4. রাজস্থানে লুনি নদীর অববাহিকার তৃণভূমির নাম কি ?
A. বাগর
B. ধান্দ
C. রোহি
D. ধূয়ান
উত্তর :- A (বাগর)
ব্যাখ্যা: রাজস্থানের আরাবল্লী পর্বতের পাদদেশ এবং পশ্চিমের মরু অঞ্চলের মধ্যবর্তী আধা-শুষ্ক তৃণভূমি বা পলিমাটি যুক্ত অঞ্চলকে স্থানীয় ভাষায় 'বাগর' বলা হয়।
5. আরাকু ভ্যালি কোথায় অবস্থিত ?
A. কেরালা
B. সিকিম
C. হিমাচলপ্রদেশ
D. অন্ধ্রপ্রদেশ
উত্তর :- D (অন্ধ্রপ্রদেশ)
ব্যাখ্যা: আরাকু ভ্যালি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায় অবস্থিত একটি বিখ্যাত হিল স্টেশন। এটি তার কফি বাগানের জন্য বিখ্যাত।
6. মৈকাল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
A. অমরকন্টক
B. মানপুর
C. পাঁচমারি
D. ধূপগড়
উত্তর :- A (অমরকন্টক)
ব্যাখ্যা: অমরকন্টক হলো মৈকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ (উচ্চতা ১০৬৫ মি)। এখান থেকেই নর্মদা ও শোন নদীর উৎপত্তি হয়েছে।
7. নীচের কোনটি একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ ?
A. ব্রহ্মপুত্র উপত্যকা
B. চম্বল উপত্যকা
C. দামোদর উপত্যকা
D. শোন উপত্যকা
উত্তর :- C (দামোদর উপত্যকা)
ব্যাখ্যা: দামোদর উপত্যকা একটি গ্রস্ত উপত্যকা (Rift Valley)-র উদাহরণ। গন্ডোয়ানা যুগের কয়লা সঞ্চয় এই উপত্যকায় দেখা যায়।
8. ধনেখালি কি জন্য বিখ্যাত ?
A. কাগজ শিল্পের জন্য
B. চর্মশিল্পের জন্য
C. পাট শিল্পের জন্য
D. তাঁত শিল্পের জন্য
উত্তর :- D (তাঁত শিল্পের জন্য)
ব্যাখ্যা: পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনেখালি অঞ্চলটি তার ঐতিহ্যবাহী 'তাঁত শাড়ি'-র জন্য বিশ্ববিখ্যাত।
9. যৌন ক্রোমোজোম ব্যতীত সকল ক্রোমোজোমকে কি বলা হয় ?
A. নিউক্লিয়াস
B. জেনোম
C. অটোজোম
D. অলোজোম
উত্তর :- C (অটোজোম)
ব্যাখ্যা: মানুষের শরীরে মোট ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে ২২ জোড়াকে বলা হয় অটোজোম (দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে) এবং ১ জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম।
10. পশ্চিমবঙ্গের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা সংলগ্ন অঞ্চলকে কি বলা হয় ?
A. রূপান্তরিত বদ্বীপ
B. মৃত বদ্বীপ
C. পরিণত বদ্বীপ
D. সক্রিয় বদ্বীপ
উত্তর :- B (মৃত বদ্বীপ)
ব্যাখ্যা: গাঙ্গেয় বদ্বীপের এই উত্তরাংশে নদীর গতিপথ পরিবর্তিত হওয়ায় এবং পলি সঞ্চয় বন্ধ হয়ে যাওয়ায় একে মৃত বা মুমূর্ষু বদ্বীপ (Moribund Delta) বলা হয়।
11. স্থানীয়ভাবে 'কোতাল' নামে পরিচিত অরণ্য কোন জেলায় আছে ?
A. মালদা
B. পুরুলিয়া
C. মুর্শিদাবাদ
D. বাঁকুড়া
উত্তর :- A (মালদা)
ব্যাখ্যা: মালদা জেলার বরেন্দ্রভূমি অঞ্চলের অরণ্য বা জঙ্গল স্থানীয়ভাবে 'কোতাল' বা 'কাটাল' নামে পরিচিত।
12. কেরালার উপকূলভূমিকে কি বলা হয় ?
A. করমন্ডল উপকূল
B. উত্তর সরকার উপকূল
C. মালাবার উপকূল
D. কোঙ্কন
উত্তর :- C (মালাবার উপকূল)
ব্যাখ্যা: ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূল বা কেরালার উপকূলরেখা 'মালাবার উপকূল' নামে পরিচিত। এখানকার উপহ্রদগুলিকে 'কয়াল' বলা হয়।
13. সবরমতি নদীর তীরে যে বিখ্যাত শহরটি অবস্থিত তার নাম কি ?
A. এলাহাবাদ-গঙ্গা
B. পোরবন্দর
C. সুরাট- তাপ্তি
D. গান্ধীনগর
উত্তর :- D (গান্ধীনগর)
ব্যাখ্যা: গুজরাটের রাজধানী গান্ধীনগর এবং আমেদাবাদ শহর সবরমতি নদীর তীরে অবস্থিত।
14. অ্যাসকারিস বা গোল কৃমি পাওয়া যায় কোথায় ?
A. মানুষের ক্ষুদ্রান্তে
B. মানুষের বৃহদন্ত্রে
C. মানুষের পাকস্থলিতে
D. কোনোটিই নয়
উত্তর :- A (মানুষের ক্ষুদ্রান্তে)
ব্যাখ্যা: অ্যাসকারিস (Ascaris lumbricoides) হলো এক ধরণের পরজীবী গোলকৃমি যা মানুষের ক্ষুদ্রান্ত্রে বসবাস করে এবং পুষ্টি শোষণ করে।
15. হাইগ্রোমিটারের সাহায্য কি পরিমাপ করা হয় ?
A. বাতাসের আপেক্ষিক আদ্রতা
B. কঠিন পদার্থের আয়তন
C. কঠিন পদার্থের ঘনত্ব
D. কঠিন পদার্থের নির্দিষ্ট তাপ
উত্তর :- A (বাতাসের আপেক্ষিক আদ্রতা)
ব্যাখ্যা: বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতা মাপার জন্য হাইগ্রোমিটার যন্ত্র ব্যবহার করা হয়।
16. সাতপুরা রেঞ্জ কোন দুটি নদীর মাঝে অবস্থিত ?
A. তাপ্তি ও মাহি
B. মাহি ও লুনি
C. নর্মদা ও তাপ্তি
D. নর্মদা ও লুনি
উত্তর :- C (নর্মদা ও তাপ্তি)
ব্যাখ্যা: সাতপুরা পর্বতমালা উত্তরে নর্মদা এবং দক্ষিণে তাপ্তি নদীর গ্রস্ত উপত্যকার মাঝখানে একটি স্তূপ পর্বত হিসেবে অবস্থান করছে।
17. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয় কবে ?
A. ৮ সেপ্টেম্বর
B. ১১ সেপ্টেম্বর
C. ১৪ সেপ্টেম্বর
D. ১৫ সেপ্টেম্বর
উত্তর :- A (৮ সেপ্টেম্বর)
ব্যাখ্যা: শিক্ষার গুরুত্ব এবং স্বাক্ষরতা সম্পর্কে সচেতনতা বাড়াতে ইউনেস্কো (UNESCO) প্রতি বছর ৮ সেপ্টেম্বর দিনটিকে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস হিসেবে পালন করে।
18. অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?
A. টিপু সুলতান ও ইংরেজ
B. রনজিৎ সিং ও ইংরেজ
C. হায়দার আলি ও ইংরেজ
D. নানাফড়নবীশ ও ইংরেজ
উত্তর :- B (রনজিৎ সিং ও ইংরেজ)
ব্যাখ্যা: ১৮০৯ সালে শিখ মহারাজা রঞ্জিত সিং এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির (লর্ড মিন্টোর দূত চার্লস মেটকাফ) মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়।
19. বিহারের কোন রাজপুত নায়ক সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন ?
A. শাহ আলম
B. তাঁতিয়া টুপি
C. শওকৎ আলি
D. কুনওয়ার সিং
উত্তর :- D (কুনওয়ার সিং)
ব্যাখ্যা: ১৮৫৭ সালের মহাবিদ্রোহে বিহারের জগদীশপুরের জমিদার কুনওয়ার সিং (যাকে 'বিহারের সিংহ' বলা হয়) ৮০ বছর বয়সেও ইংরেজদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন।
20. পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় ?
A. ময়ূরেশ্বরে
B. বক্সাদুয়ারে
C. দার্জিলিং
D. মুকুটমনিপরে
উত্তর :- A (ময়ূরেশ্বরে)
ব্যাখ্যা: বীরভূম জেলার ময়ূরেশ্বরে পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় (গড় ৯৫ সেমি)। অন্যদিকে বক্সাদুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
21. নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন ?
A. ধননন্দ
B. শ্রীনন্দ
C. মহাপদ্মনন্দ
D. দেবনন্দ
উত্তর :- C (মহাপদ্মনন্দ)
ব্যাখ্যা: মগধের সিংহাসনে শিশুনাগ বংশের পতন ঘটিয়ে মহাপদ্মনন্দ নন্দ বংশের প্রতিষ্ঠা করেন। তিনি 'একরাট' উপাধি গ্রহণ করেছিলেন। (নোট: প্রশ্নে ভুলবশত উত্তর D চিহ্নিত থাকলেও সঠিক উত্তর C)।
22. বিম্বিসারকে অমিত্রাঘাত উপাধি কারা দেন ?
A. ইহুদীরা
B. চীনা
C. আরবরা
D. গ্রীকরা
উত্তর :- D (গ্রীকরা)
ব্যাখ্যা: এখানে প্রশ্নে সামান্য ভুল আছে, 'অমিত্রাঘাত' উপাধিটি মৌর্য সম্রাট বিন্দুসারের, বিম্বিসারের নয়। গ্রীকরা বিন্দুসারকে 'Amitrochates' বা অমিত্রাঘাত বলতেন।
23. রাজ্যের রাজ্যপাল কার নিকট দায়িত্বশীল থাকেন ?
A. উপরাষ্ট্রপতি
B. রাষ্ট্রপতি
C. সংশ্লীষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
D. প্রধানমন্ত্রী
উত্তর :- B (রাষ্ট্রপতি)
ব্যাখ্যা: সংবিধানের ১৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, রাজ্যপাল রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর ভিত্তি করে (During the pleasure of the President) তার পদে বহাল থাকেন।
24. পৃথিবীর অষ্টম আশ্চর্য কাকে বলে ?
A. বরোবুরের স্তুপ
B. আদিনা মসজিদ
C. যতীন্দ্রনাথ দাস
D. তাজমহল
উত্তর :- A (বরোবুরের স্তুপ)
ব্যাখ্যা: ইন্দোনেশিয়ায় অবস্থিত বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির 'বরোবুদুর স্তূপ'-কে এর বিশালতা ও স্থাপত্যশৈলীর জন্য অনেক সময় পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে গণ্য করা হয়।
25. বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A. যতীন্দ্রনাথ দাস
B. বারীন ঘোষ
C. অরবিন্দ ঘোষ
D. রাসবিহারী বোস
উত্তর :- C (অরবিন্দ ঘোষ)
ব্যাখ্যা: ১৯০৬ সালে বিপিন চন্দ্র পাল 'বন্দেমাতরম' ইংরেজি দৈনিকটি প্রতিষ্ঠা করেন এবং শ্রী অরবিন্দ ঘোষ এর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
26. তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন ?
A. ঈষা খাঁ
B. নাসুরুদ্দিন চিরাগ
C. দরগা বাওখানকা
D. জয়ানন্দ
উত্তর :- A (ঈষা খাঁ)
ব্যাখ্যা: তাজমহলের প্রধান স্থপতি বা নকশাকার হিসেবে ওস্তাদ আহমেদ লাহোরি এবং ওস্তাদ ঈষা খাঁ-র নাম পাওয়া যায়।
27. রাজসভার কোনো সদস্য সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত হন ?
A. 5 বছর
B. 6 বছর
C. 4 বছর
D. অনির্দিষ্টকালের জন্য
উত্তর :- B (6 বছর)
ব্যাখ্যা: রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ যা ভাঙা যায় না। তবে এর সদস্যদের মেয়াদ ৬ বছর এবং প্রতি ২ বছর অন্তর এক-তৃতীয়াংশ সদস্য অবসর নেন।
28. ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?
A. পরোক্ষভাবে
B. প্রত্যক্ষভাবে
C. A এবং B উভয়ই
D. কোনোটিই নয়
উত্তর :- A (পরোক্ষভাবে)
ব্যাখ্যা: ভারতের উপরাষ্ট্রপতি জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন না। তিনি পার্লামেন্টের উভয় কক্ষের (লোকসভা ও রাজ্যসভা) সদস্যদের দ্বারা 'একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব' পদ্ধতির মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হন।
29. চর্যাপদগুলি কারা রচনা করেন ?
A. সুফী সাধকরা
B. শৈব সাধকরা
C. জৈন সাধুরা
D. বৌদ্ধ সন্ন্যাসীরা
উত্তর :- D (বৌদ্ধ সন্ন্যাসীরা)
ব্যাখ্যা: চর্যাপদ হলো বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। এটি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যরা (বৌদ্ধ সন্ন্যাসী) রচনা করেছিলেন।
30. কবে বিবেকানন্দ শিকাগো শহরে বক্তৃতা দেন ?
A. 1890
B. 1893
C. 1892
D. 1894
উত্তর :- B (1893)
ব্যাখ্যা: ১৮৯৩ সালের ১১ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে তাঁর ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন।

Show ad in Posts/Pages