GK MCQ Question And Answer In Bengali For all Competitive Exam Part-02
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ১৫ টি এম. সি. কিউ প্রশ্ন- উত্তর যেগুলি GK বিষয়ের। এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখে নিন
GK প্রশ্নোত্তর পর্ব - ০২
1.বজ্রপাত বেশি হয় ?
a) বর্ষাকালে
b) বসন্তকালে
c) শীতকালে
d) গ্রীষ্মকালে
উত্তর :- d) গ্রীষ্মকালে
2. প্রাচীন বাংলা কয়টি অঞ্চল নিয়ে তৈরি হয়েছিল ?
a) দশটি
b) নয়টি
c) আটটি
d) সাতটি
উত্তর :- b) নয়টি
3. বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায় ?
a) ১৯৭২ খ্রিস্টাব্দে
b) ১৯৭১ খ্রিস্টাব্দে
c) ১৯৭৪ খ্রিস্টাব্দে।
d) কোনোটিই নয়
উত্তর :- b) ১৯৭১ খ্রিস্টাব্দে
4. দহন একটি জারণ ক্রিয়া ?
a) মিথ্যা
b) সত্য
উত্তর :- b) সত্য
5. জলের অনুগঠনের হাইড্রোজেন-
a) জারিত হয়
b) বিজারিত হয়
c) যুক্ত হয়
d) প্রতিস্থাপিত হয়
উত্তর :- a) জারিত হয়
6. ভারতের প্রথম সম্পূর্ণ সৌরবিদ্যুৎ দ্বারা চালিত রেল স্টেশনের নাম ?
a) হাওড়া স্টেশন
b) চেন্নাই স্টেশন
c) শিয়ালদা স্টেশন
d) কোনোটি নয়
উত্তর :- a) হাওড়া স্টেশন
7. নীচের কোনটি পলিথিন সম্পর্কে সত্য নয় ?
a) নমনীয়
b) তড়িতের কুপরিবাহী
c) জৈববিশ্লেষ্য
d) রাসায়নিকভাবে নিষ্ক্রিয়
উত্তর :- c) জৈববিশ্লেষ্য
8. একটি অজৈব গ্রিন হাউজ গ্যাস ?
a) মিথেন
b) CO2
c) O2
d) কোনোটি নয়
উত্তর :- b) CO2
9. গ্লোবাল ওয়ারিং-এর জন্য দায়ী প্রধান গ্যাস হল ?
a) কার্বন ডাইঅক্সাইড
b) মিথেন
c) ক্লোরোফ্লুওরোকার্বন
d) অক্সিজেন
উত্তর :- a) কার্বন ডাইঅক্সাইড
10. প্রদত্ত জ্বালানিগুলির মধ্যে কোনটি তাপনমূল্য সবচেয়ে বেশি ?
a) LPG
b) কয়লা
c) কাঠ
d) CNG
উত্তর :- d) CNG
11. পরমাণু সাধারণভাবে তড়িৎযুক্ত ?
a) সত্য
b) মিথ্যা
উত্তর :- b) মিথ্যা
12. কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে ?
a) ১৮৪৬
b) ১৮২৭
c) ১৮৩৬
d) ১৮১৭
উত্তর :- d) ১৮১৭
13. শামুকের গমন অঙ্গের নাম কি ?
a) কষিকা
b) ক্ষণপদ
c) লালিপদ
d) মাংসল পদ
উত্তর :- d) মাংসল পদ
14. সংস্কৃত নাটক "রত্নাবলী" কে লিখেছিলেন ?
a) কালিদাস
b) হর্ষবর্ধন
c) বানভট্ট
d) শ্রীহর্ষ
উত্তর :- b) হর্ষবর্ধন
15. কাকাবাবু কার ছদ্মনাম ?
a) গৌরকিশোর ঘোষ
b) প্রভাত কিরণ বসু
c) দ্বিজেন্দ্রলাল রায়
d) দুলাল চন্দ্র মুখোপাধ্যায়
উত্তর :- b) প্রভাত কিরণ বসু

Social Plugin