SSC MTS | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | WBP Abgari Constable | WBP SI | WBP Constable ইত্যাদির মতো প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
কারেন্ট অ্যাফেয়ার্স 03 মে 2022 জিকে কুইজে নতুন নিয়োগ, পুরষ্কার ও সম্মান, ব্যাংকিং নিউজ, প্রতিরক্ষা সংবাদ, জাতীয় সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, ক্রীড়া সংবাদ, রাষ্ট্রীয় সংবাদ এবং বিবিধ সংবাদ অন্তর্ভুক্ত রয়েছে। একজন শিক্ষার্থী বর্তমান বিষয়গুলিতে পূর্ণ নম্বর অর্জন করতে পারে যদি সে সর্বশেষ বর্তমান বিষয়গুলির সাথে ভালভাবে অবগত থাকে। এখানে এই নিবন্ধে আমরা 03 মে 2022 জিকে ক্যুইজের গুরুত্বপূর্ণ বর্তমান বিষয়গুলি আলোচনা করেছি । কারেন্ট অ্যাফেয়ার্স 03 মে 2022 জিকে ক্যুইজে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে।
1➤ 2022 সালে Jiosaavn-র সিইও হিসাবে কে নিযুক্ত হবেন ?
2➤ প্রথম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি যা অ্যাকাউন্ট এগ্রিগেটর ফ্রেমওয়ার্কে লাইভ যায় ?
3➤ কোন ভারতীয় রাজ্য প্রথম জিন ব্যাংক প্রকল্প স্থাপন করলো ?
4➤ কোন ইন্ডিয়ান ব্যাংক এমএসএমইগুলির জন্য 'ওপেন-ফর-অল' ডিজিটাল ইকোসিস্টেম চালু করেছে ?
5➤ কোন প্রতিষ্ঠান ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (NCF) এর জন্য 'ম্যান্ডেট ডকুমেন্ট' চালু করেছে ?
6➤ 'সেমিকন ইন্ডিয়া কনফারেন্স-2022'-এর ভেন্যু কোনটি ?
7➤ 'National Behaviour Change Communication Framework for Garbage Free Cities' কোন প্রকল্পের আওতায় চালু করা হয়েছে ?
8➤ কোন রাজ্যের শিক্ষা বোর্ড সম্প্রতি শিখ ইতিহাসের তিনটি বই নিষিদ্ধ করেছে ?
9➤ নিচের মধ্যে কে ভারতের ৩৪তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ?
10➤ অনলাইন ঋণদান প্ল্যাটফর্ম, ইন্ডিফি টেকনোলজিসের (Indifi Technologies) উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?
