Kolkata Police Constable GK Questions And Answers in Bengali Part-01
Hello Students,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য Kolkata Police Constable GK Questions And Answers in Bengali Part-01 । আজকের এই কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্নোত্তর টি মোট ২০টি প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে।
কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তর
01. আয়োডিনের অভাবে কি রোগ হয়?
[ক] রিকেট
[খ] রাতকানা
[গ] বেরিবেরি
[ঘ] গলগন্ড
উত্তর:- [ঘ]
[ক] মঙ্গল
[খ] বুধ
[গ] শুক্র
[ঘ] পৃথিবী
উত্তর:- [খ]
03. স্বপ্না বর্মন কোন খেলার সঙ্গে যুক্ত ?
[ক] অ্যাথলেটিক্স
[খ] ক্রিকেট
[গ] ফুটবল
[ঘ] কোনটিই নয়
উত্তর:- [ক]
04. বায়ুর আদ্রতা কয় প্রকার?
[ক] ৮ প্রকার
[খ] ৭ প্রকার
[গ] ৫ প্রকার
[ঘ] ২ প্রকার
উত্তর:- [ঘ]
05. দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা
[ক] সর্বদা ১-এর বেশি
[খ] সর্বদা ১-এর কম
[গ] সর্বদা ২-এর বেশি
[ঘ] সর্বদা ২-এর কম
উত্তর:- [ক]
06. সবচেয়ে হালকা ধাতুর নাম কি?
[ক] হাইড্রোজেন
[খ] সোডিয়াম
[গ] লিথিয়াম
[ঘ] পারদ
উত্তর:- [গ]
07. জগন্নাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
[ক] গুজরাট
[খ] পাঞ্জাব
[গ] উড়িষ্যা
[ঘ] মহারাষ্ট্র
উত্তর:- [গ]
08. ঝালাইয়ের কাজে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়?
[ক] পিতল
[খ] ব্রোঞ্জ
[গ] রংঝাল
[ঘ] স্টেনলেস স্টিল
উত্তর:- [গ]
09. কত সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা জয় করেছিলেন ?
[ক] ১৭৫১ সালে
[খ] ১৭৫৩ সালে
[গ] ১৭৫৫ সালে
[ঘ] ১৭৫৬ সালে
উত্তর:- [ঘ]
10. রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিড কে ?
[ক] সালফিউরিক অ্যাসিড
[খ] নাইট্রিক অ্যাসিড
[গ] টারটারিক অ্যাসিড
[ঘ] অ্যাসিটিক অ্যাসিড
উত্তর:- [ক]
11. স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন?
[ক] রাজা রামমোহন রায়
[খ] শচীন্দ্র কুমার
[গ] অশ্বিনী কুমার দত্ত
[ঘ] গোপালকৃষ্ণ গোখলে
উত্তর:- [গ]
12. ‘GATT—হল একটি__?
[ক] সংস্থা
[খ] চুক্তি
[গ] নীতি
[ঘ] কোনটিই নয়
উত্তর:- [খ]
13. Google 1998 সালের কত তারিখে প্রতিষ্ঠিত হয় ?
[ক] 2 March
[খ] 31 December
[গ] 26 July
[ঘ] 4 September
উত্তর:- [ঘ]
14. লক্ষন সেনের রাজধানী কোথায় কোথায় ছিল?
[ক] গৌড় ও নদীয়া
[খ] হলদিয়া
[গ] বাঁকুড়া
[ঘ] বর্ধমান
উত্তর:- [ক]
15. সর্বজনীন দ্রাবক বলা হয় :
[ক] অল্মকে
[খ] পারদকে
[গ] ক্ষারককে
[ঘ] জলকে
উত্তর:- [ঘ]
16. সিন্ধু সভ্যতার কোন ধাতুর ব্যাবহার জানত না ?
[ক] তামা
[খ] দস্তা
[গ] লোহা
[ঘ] সোনা
উত্তর:- [গ]
17. World Environment Day কবে পালন করা হয়?
[ক] ৫ ই জুন
[খ] ৬ ই আগস্ট
[গ] ১০ ই জুন
[ঘ] ১৪ ই নভেম্বর
উত্তর:- [ক]
18. দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত?
[ক] বাঁকুড়া
[খ] হুগলি
[গ] মালদা
[ঘ] কোচবিহার
উত্তর:- [গ]
19. Ballabhpur Wildlife Sanctuary পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
[ক] বীরভূম
[খ] বাঁকুড়া
[গ] পুরুলিয়া
[ঘ] দার্জিলিং
উত্তর:- [ক]

