SSC MTS General Awareness Questions and Answers in Bengali Part-01
Hello Student's.
SSC MTS পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে তোমাদের সঙ্গে আমরা SSC MTS General Awareness Questions and Answers in Bengali Part-01 শেয়ার করছি। আজকের জেনারেল অ্যাওয়ারনেস-এর প্রশ্নোত্তরটি ২০টি প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে। সুতরাং আর দেরি না করে নিচের দেওয়া প্রশ্নোত্তর গুলি পড়ে নাও ।
SSC MTS
01. সম্বর হ্রদ কোথায় অবস্থিত?
[ক] অন্ধ্রপ্রদেশ
[খ] রাজস্থান
[গ] গোয়া
[ঘ] কাশ্মীর
উত্তর:- [খ]
02. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল?
[ক] রিষড়া
[খ] হুগলি
[গ] দমদম
[ঘ] হাওড়া
উত্তর:- [ক]
03. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে?
[ক] কাবেরী নদী
[খ] হুগলি নদী
[গ] রামগঙ্গা নদী
[ঘ] যমুনা নদী
উত্তর:- [ক]
04. মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া?
[ক] ১২ জোড়া
[খ] ২৪ জোড়া
[গ] ৩১ জোড়া
[ঘ] ৩৫ জোড়া
উত্তর:- [গ]
05. প্রতিবছর কবে World Hearing Day হিসেবে পালন করা হয়?
[ক] ১লা জুলাই
[খ] ২রা মার্চ
[গ] ৩রা মার্চ
[ঘ] ৪ঠা মার্চ
উত্তর:- [গ]
06. পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয়?
[ক] কঠিন
[খ] তরল
[গ] বায়বীয়
[ঘ] প্লাজমা
উত্তর:- [ঘ]
07. কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে স্থাপিত হয়েছে?
[ক] রূপনারায়ন নদী
[খ] দ্বারকেশ্বর নদী
[গ] শিলাই নদী
[ঘ] গঙ্গা নদী
উত্তর:- [ক]
08. একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
[ক] লর্ড ক্লাইভ
[খ] লর্ড ওয়েলেসলি
[গ] লর্ড ওয়ারেন হেস্টিংস
[ঘ] র্ড কর্ণওয়ালিস
উত্তর:- [গ]
09. নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস কোনটি?
[ক] হিলিয়াম
[খ] নিয়ন
[গ] আর্গন
[ঘ] রেডন
উত্তর:- [ঘ]
10. মুদ্রারাক্ষস গ্রন্থটি কার লেখা?
[ক] শূদ্রক
[খ] কালিদাস
[গ] বানভট্ট
[ঘ] বিশাখদত্ত
উত্তর:- [ঘ]
11. Panchasiddhantika কার লেখা?
[ক] কালিদাস
[খ] মেগাস্থিনিস
[গ] বরাহমিহির
[ঘ] বানভট্ট
উত্তর:- [গ]
12. লেজার রশ্মি কে আবিষ্কার করেন?
[ক] রাদারফোর্ড
[খ] হেনরি
[গ] মাইম্যান
[ঘ] এদের কেউই নন
উত্তর:- [গ]
13. মানবদেহে কঠিনতম অংশ কি?
[ক] হাঁড়
[খ] দাঁতের এনামেল
[গ] মস্তিক
[ঘ] হাত
উত্তর:- [খ]
14. সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ —?
[ক] সূর্যশিশির
[খ] কলস পত্রী
[গ] স্বর্ণলতা
[ঘ] কোনটিই নয়
উত্তর:- [গ]
15. মনসব শব্দের অর্থ কি?
[ক] পদমর্যাদা
[খ] আদেশ
[গ] উপদেশ
[ঘ] কোনটিই নয়
উত্তর:- [ক]
16. কোন প্রাণী গমনে অক্ষম?
[ক] প্রবাল
[খ] অ্যামিবা
[গ] স্পঞ্জ
[ঘ] হাইড্রা
উত্তর:- [গ]
17. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল?
[ক] ১৭৫৮ সালে
[খ] ৭৫৭ সালে
[গ] ১৭৫২ সালে
[ঘ] ১৭৫৫ সালে
উত্তর:- [খ]
18. সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থি কোনটি?
[ক] প্লিহা
[খ] যকৃৎ
[গ] ফুসফুস
[ঘ] কোনটিই নয়
উত্তর:- [ক]
19. বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়?
[ক] ১৫ মার্চ
[খ] ১৬ অক্টোবর
[গ] ১৭ এপ্রিল
[ঘ] ১৮ মে
উত্তর:- [খ]
20. হাইড্রার গমন অঙ্গের নাম কি?
[ক] ডানা
[খ] পটকা
[গ] কর্ষিকা
[ঘ] মায়োটম
উত্তর:- [গ]
Rate This Article
Thanks for reading: SSC MTS General Awareness Questions and Answers in Bengali Part-01)
