ইলেকট্রনিক্স দপ্তরে কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

Rahul Roy
bharat electronics limited project engineer recruitment
ভারত ইলেকট্রনিক্সে কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে অর্থাৎ দু বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে ব্যাঙ্গালোরের অন্তর্গত Vizag এ অবস্থিত সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টারে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।


পদের নাম- ট্রেনি ইঞ্জিনিয়ার (Trainee Engineer)

মোট শূন্যপদ- ৪০ টি। (UR- ১৭ টি, EWS- ৩ টি, OBC- ১১ টি, SC- ৬ টি, ST- ৩ টি)

শিক্ষাগত যোগ্যতা- অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ CSE/ IS/ IT তে B.E/ B.Tech কোর্স করে থাকতে হবে, এটি শুধুমাত্র জেনারেল/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলিতে শুধুমাত্র পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।

বয়স- ০১/০৯/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়েসের ছাড় পাবেন অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

বেতন- প্রথম বছর প্রতিমাসে ৩০,০০০ টাকা এবং দ্বিতীয় বছর প্রতিমাসে ৩৫০০০ টাকা।


পদের নাম- প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Project Engineer)

মোট শূন্যপদ- ৬০ টি। (UR- ২৪ টি, EWS- ৬ টি, OBC- ১৬ টি, SC- ১০ টি, ST- ৪ টি)

শিক্ষাগত যোগ্যতা- অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স/ টেলিকমিউনিকেশন/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ কমিউনিকেশন/ মেকানিক্যাল/ কম্পিউটার সাইন্স/ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ার/ কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন সাইন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রিকেলে B.E/ B.Tech/ B.Sc কোর্স করে থাকতে হবে, এটি শুধুমাত্র জেনারেল/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলিতে শুধুমাত্র পাশ করে থাকতে হবে সঙ্গে অন্ততপক্ষে সফটওয়্যারে (c, c++,Java,Web technologies) দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- ০১/০৯/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়েসের ছাড় পাবেন অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

বেতন- প্রথম বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা এবং দ্বিতীয় বছর প্রতি মাসে ৪৫০০০ টাকা।

কাজের সময়কাল- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে কাজের সময়কাল দু’বছর। এছাড়াও প্রতিবছর অন্যান্য ভাতা হিসাবে প্রার্থীরা ১২,০০০ টাকা করে পাবেন।


নিয়োগ পদ্ধতি- প্রথমে লিখিত পরীক্ষা হবে। যে সমস্ত প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ এর উপর নির্ভর করে প্রার্থী নির্বাচিত করা হবে। ইন্টারভিউতে ডাক পাঠানো হবে ইমেইলের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ৮৫ নম্বরের উপর এবং ইন্টারভিউ হবে ১৫ নম্বরের উপর।

নিয়োগের স্থান- বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ।


আবেদন পদ্ধতি- অফলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে তা উল্লেখিত ঠিকানায় স্পীড পোস্ট অথবা অর্ডিনারি পোস্ট করতে হবে। BEL এর অফিসিয়াল ওয়েবসাইট (www.bel-india.in) থেকে আবেদনপত্র টি ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনীয় নথি যোগ করা আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে তার উপর বড় হাতে লিখতে হবে ” APPLICATION FOR THE POST OF……” (কোন পদের জন্য আবেদন করছেন)। প্রার্থীরা কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। ইন্টারভিউর সময় নো অবজেকশন সার্টিফিকেট (No Objection Certificate) দেখাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- ” Manager (HR/ ES&SW), Bharat Electronics Limited,Jalahalli Post,Bengaluru- 560013

আবেদন করার শেষ তারিখ- ২৩ শে সেপ্টেম্বর, ২০২২


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-

১) বয়সের প্রমাণপত্র।

২) কাস্ট সার্টিফিকেট।

৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

৪) সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজ কালার ফটো।


Official Notification: Download Now

Official Website: Click Here

Rate This Article

Thanks for reading: ইলেকট্রনিক্স দপ্তরে কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন)

Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.