Math practice set pdf in bengali PDF || গণিত প্র্যাকটিস সেট পর্ব 01

Rahul Roy
Math practice set pdf in bengali Part-01
Math practice set pdf in bengali Part-01

প্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করছি অংক প্র্যাকটিস সেট পর্ব 01 || গণিত প্র্যাকটিস সেট পর্ব 01; যেটিতে গুরুত্বপূর্ণ অংক প্রশ্ন গুলি দেওয়া আছে এবং সঙ্গে উত্তরপত্রও থাকছে | তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন অংক -এর জন্য কতটা বুদ্ধিমত্তার প্রয়োজন তাই এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা যেমন Kolkata Police | Railway Group D | NTPC | WBCS | WB Police | SSC CGL | CHSL প্রভৃতি বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবেন । 

                       সুতরাং তাই আর বেশি কথা না বাড়িয়ে... এই প্র্যাকটিস সেটটি অনুশীলন করতে থাকুন এবং নীচ থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে Math practice set pdf in bengali || গণিত প্র্যাকটিস সেট পর্ব 01 পিডিএফ টি ডাউনলোড করুন । 

  অংক প্র্যাকটিস সেট পর্ব ০১ 


1. দিলীপ, রাম এবং অমর একটি যৌথ ব্যবসায় যথাক্রমে 2700 টাকা, 8100 টাকা এবং 7200 টাকা বিনিয়োগ করেন। বছর শেষে যদি রাম 3600 টাকা লভ্যাংশ পায় তবে মোট লভ্যাংশ কত?',
A. 10800
B. 11600
C. 8000
D. 12500

2. স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/ঘন্টা এবং প্রতিকূলের গতিবেগ 6 কিলোমিটার/ঘন্টা হলে, অনুকূলের গতিবেগ কত ?',
A. 8 কিলোমিটার/ঘন্টা
B. 10 কিলোমিটার/ঘন্টা
C. 12 কিলোমিটার/ঘন্টা
D. 9 কিলোমিটার/ঘন্টা

3. একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার। তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত?',
A. 340 লি
B. 391 লি
C. 334 লি
D. 389 লি

4. কোন শহরের বর্তমান জনসংখ্যা 4410, প্রতিবছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল?',
A. 3410
B. 3300
C. 4000
D. 4140

5. একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে এবং পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত % বাড়বে?',
A. 40%
B. 36⅓%
C. 42% 
D. 44%

6. কোন সংখ্যার 40% থেকে 150 এর 20% বিয়োগ করলে বিয়োগফল হয় 2?',
A. 70
B. 80
C. 100
D. 105

7. 1 টাকায় 35 কমলা লেবু বিক্রি করায় এক ব্যক্তি 25% ক্ষতি হয়। একই কমলালেবু টাকায় কয়টি বিক্রি করলে 25% লাভ হবে?',
A. 35
B. 21
C. 25
D. 30

8. একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার এবং 8 মিটার হলে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?',
A. 16 মিটার 
B. 17 মিটার
C. 21 মিটার
D. 23 মিটার

9. বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?',
A. 9
B. 8
C. 7
D. 10 

10. সুদের হার 5% হ্রাস পাওয়ায় কোন টাকার 4 বছরের সরল সুদ 100 টাকায় হ্রাস পায়। তবে আসল কত ?',
A. 500 টাকা
B. 5000 টাকা
C. 400 টাকা
D. 4000 টাকা

 সম্পুূর্ণ প্রাকটিস সেটটি নীচের পিডিএফে দেওয়া আছে 

File Details::
File Name: অংক প্র্যাকটিস সেট 01
File Format: PDF
No. of Pages: 3
File Size: 764 KB

Click Here to Download

Rate This Article

Thanks for reading: Math practice set pdf in bengali PDF || গণিত প্র্যাকটিস সেট পর্ব 01)

Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.