SSC MTS | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | WBP Abgari Constable | WBP SI | WBP Constable ইত্যাদির মতো প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
কারেন্ট অ্যাফেয়ার্স 30 এপ্রিল 2022 জিকে কুইজে নতুন নিয়োগ, পুরষ্কার ও সম্মান, ব্যাংকিং নিউজ, প্রতিরক্ষা সংবাদ, জাতীয় সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, ক্রীড়া সংবাদ, রাষ্ট্রীয় সংবাদ এবং বিবিধ সংবাদ অন্তর্ভুক্ত রয়েছে। একজন শিক্ষার্থী বর্তমান বিষয়গুলিতে পূর্ণ নম্বর অর্জন করতে পারে যদি সে সর্বশেষ বর্তমান বিষয়গুলির সাথে ভালভাবে অবগত থাকে। এখানে এই নিবন্ধে আমরা 30 এপ্রিল 2022 জিকে ক্যুইজের গুরুত্বপূর্ণ বর্তমান বিষয়গুলি আলোচনা করেছি । কারেন্ট অ্যাফেয়ার্স 30 এপ্রিল 2022 জিকে ক্যুইজে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে।
30th April Bengali Current Affairs
1➤ আন্তর্জাতিক নৃত্য দিবস কোন দিন পালিত হয় ?
2➤ ভারত সম্প্রতি কোন ইউরোপীয় দেশে তার নতুন মিশন চালু করেছে ?
3➤ Kwar Hydro-electric project কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত ?
4➤ কোন কেন্দ্রীয় মন্ত্রক "এন্টারপ্রাইজ ইন্ডিয়া" নামে এই স্মারক অনুষ্ঠানের সূচনা করেছে ?
5➤ কান চলচ্চিত্র উৎসব জুরি 2022-এ কোন ভারতীয় অভিনেত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
6➤ NCSC এর চেয়ারপার্সন হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?
7➤ ফিউচার জেনারেল ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্সের এমডি এবং সিইও হিসাবে কে মনোনীত হয়েছেন ?
8➤ 2022 সালের এপ্রিলে কোন দেশ বিশ্বের সবচেয়ে বড় সাইবার মহড়ার আয়োজন করেছে ?
9➤ কোন ভারতীয় প্রতিষ্ঠান সবুজ হাইড্রোজেন প্রযুক্তি বিকাশের জন্য এলঅ্যান্ডটি-র সাথে চুক্তি করেছে ?
10➤ কোন শহরে ভ্যাকুয়াম-ভিত্তিক নর্দমা ব্যবস্থা রয়েছে এমন শহর হিসাবে প্রথম হয়ে উঠেছে ?
Rate This Article
Thanks for reading: 30th April 2022 Bengali Current Affairs)
